মোঃ শাহআলম, ২২ নভেম্বর: জেলার রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের অর্থায়নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে পৌরসভার ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সহশ্রাধীক মানুষের মাঝে সাংসদ ড. আনোয়ার হোসেন খান খাদ্য সামগ্রী বিতরণ করেন
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান (বাচ্চু), জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ ভূঁইয়া), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
এসময় সাংসদ ড.আনোয়ার হোসেন খান বলেন, অতীতের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের চেয়ে বর্তমান রামগঞ্জ উপজেলা আওয়ীলীগের সকল অঙ্গসংগঠন এখন বেশি শক্তিশালী ও সংঘবদ্ধ।
আমরা জনগনের মাঝে খাদ্য সামগ্রী ও শীতে কম্বল বিতরণসহ নানান দেশ ও দশের জন্য কাজ করতে সক্ষম হয়েছি।
আগামী দিনগুলোতে জনসাধারণকে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।