আতােয়ার রহমান মনির, ২৪ নভেম্বর:
লক্ষ্মীপুরের রায়পুরে মাস্কবিহীন চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চেšধুরী ৩৮ জনকে ৪হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের মেইন রোডে প্রাইম ব্যাংকের সামনে এ আদালত বসে। এতে মাস্কবিহীন রাস্তায় চলাচলকারী ৩৮ জনের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন চৌধুরী ও উপ-সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার জাহান সাথি, পেশকার আব্দুর রহিম ও রায়পুর থানার এসআই নাসিমুল হক ইমরান এ সময় উপস্থিত ছিলেন।