আতোয়ার রহমান মনির, ২৪ নভেম্বর:
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট দেলোয়ার হত্যা মামলার আসামী এমরান হোসেন (৬৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৩ নভেম্বর) সোমবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে চরমোহনা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার উত্তর রায়পুর গ্রামের মনু পাটওয়ারী বাড়িতে ভাই ও ভাতিজার পিটুনীতে বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট দেলোয়ার হোসেনের (৭০) মৃত্যু হলে দীর্ঘদিন পলাতক ছিলেন মামলার প্রধান আসামী এমরান হোসেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই ইয়াছিন আরাফাতের নেত্বতেৃ রায়পুর থানা পুলিশ গিয়ে তাকে গেস্খফতার করে।
গ্রেফতারকৃত এমরান হোসেন রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামের ফজলুল করিমের পুত্র ও দেলোয়ার হত্যার মামলার পলাতক আসামী ছিলেন।
নিহতের পুত্র সুমন হোসেন পাটওয়ারী জানান, গত ২৪ শে জুলাই আম পাড়াকে কেন্দ্র করে চাচা এমরান ও চাচাতো ভাই মো ফোরকান তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট দেলোয়ার হোসেনকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
হামলায় তার পিতার দুই হাত ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, (২৩ নভেম্বর) সোমবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট দেলোয়ার হত্যা মামলার আসামী এমরান হোসেন (৬৮) কে চরমোহনা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।