আনিস কবির, ২৬ নভেম্বর:
করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে লক্ষ্মীপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে জরিমানা করা হয়েছে।
পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করায় ২০ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনসমাগমপূর্ণ এলাকায় মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এর আগে তাদের প্রত্যেককে একটি করে সার্জিক্যাল মাস্ক উপহার দিয়ে স্বাস্থ্যবিধি ও করোনা দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন করেন এ অভিযানে নেতৃত্ব দানকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজিব হোসেন এবং মনিজা খাতুন।
এছাড়াও জনসাধারণকে করোনা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে মাইকিংসহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূতে জানায় করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।