মাহমুদ ফারুক, ৩০ নভেম্বর: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় পুলিশের হেল্প ডেস্ক উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান। আজ সোমবার দুপুরে রামগঞ্জ থানা প্রাঙ্গণে তিনি পুলিশের হেল্প ডেস্কটি উদ্বোধন করেন।
পরে পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান থানা কম্পাউন্ডের ভিতরে বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আগের তৈরি সেবা ডেস্ক পরিদর্শন করে জানান, আমরা বৃহৎ পরিসরে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সহায়তা ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ হেল্প ডেস্ক থেকে আইনগত সেবাসহ যে কোন ধরনের সেবা পাবেন এ উপজেলার অসহায় জনসাধারণ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই চাকমা, সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিকসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জেলা পরিষদের অর্থায়নে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যায়ে এ হেল্পডেস্কটি নির্মান করা হবে।