সাখাওয়াত হোসেন সাখা, ২ ডিসেম্বর: নকল-ভেজাল, মেয়াদবিহীন ও রাসায়নিকদ্রবন মিশ্রিত পন্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যেগে সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
https://youtu.be/uMyr3K1Y-PA
সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সমীর রঞ্জন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান ও উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান খাঁন জয়।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার সোনাপুর বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ করে স্থানীয়দের মাঝে সচেতনামূলক প্রচারনা জোরদার করেন।