রায়হানুর রহমান, ৭ ডিসেম্বর: ” নিস্বার্থে মানবসেবার প্রয়াস” শ্লোগানে রামগঞ্জ উপজেলার সিরুন্দি সামাজিক ও স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ধ্রুবতারা সংগঠনের উদ্যেগে এলাকার বেশ কয়েকজন অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের পূর্বে সংগঠনের পক্ষ থেকে দিনব্যপি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকাল ৩টায় সিরুন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন।
সংগঠনের সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, রামগঞ্জ বাঁধন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ মানিক হোসেন, মোঃ সুমন, মোঃ শাহীন, সহ-সভাপতি আকবর হোসেন, মোঃ সুজন, সহ সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য সম্পাদক মোঃ লাবিব হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক সবুজ পাটোয়ারী প্রমূখ।