আনিস কবির, ৮ডিসেম্বর:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মামুনুল হকের কুশ পুত্তলিকা দাহ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ লক্ষ্মীপুরের ব্যানারে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আদালত পাড়ায় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর নুর, আবুল বাশার, জসীম উদ্দিন, শেখ জামান রিপন প্রমুখ।
বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তি আন্তর্জাতিক ষড়যন্ত্রে নতুন করে ভাস্কর্য ইস্যুতে আবারো মাথা ছাড়া দিয়ে উঠেছে। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান বক্তারা।
পরে আদালত পাড়ায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কুশপুত্তলিকা আগুন দেয় বিক্ষুব্দ আন্দোলনকারীরা।