সাঈদ আলম শাহীন, ১০ ডিসেম্বর:
আজ ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকটে হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি, শামসুল করিম খোকন, সাধারণ সম্পাদক, মোনায়েম হোসেন, উপজেলা সভাপতি, মোঃ কামরুজ্জামান (অবসরপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক, আহসানউল্ল্যাহ তুহিন, আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী ওসমান মোরশেদ, আইন সহায়তা কেন্দ্র (আসক)র জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকটে শামছুদ্দীন, মুক্তিযোদ্ধা মহিলা বিষয়ক সংস্থা জেলা শাখার আহ্বায়ক সুলতানা আক্তার ও উপজেলা আহ্বায়ক মাকসুুদুর রহমান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক), আর্ন্তজাতকি মানবাধিকার সংস্থা (আমাস), Young Star Society’র বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।