রায়হানুর রহমান, ১০ ডিসেম্বর: সংশপ্তক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে জেলার রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের শারীরিক ও মানসিক অসুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
গত শনিবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে ইমাম হোসেন স্বপন জানান,
এভাবেই রামগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।