মাহমুদ ফারুক, ১০ ডিসেম্বর: ২০২০-২০২১ অর্থবছরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিসিএসআইআর’র একদল প্রতিনিধি রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে সুষম খাদ্য স্পিরুলিনা, নিম ও অন্যান্য ঔষধি উদ্ভিদের গুনাগুনসহ টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদত পদ্ধতি, রোগমুক্ত বীজ আলু উৎপাদন ও ব্যবহার, উন্নত চুলা ও বায়োগ্যাস পদ্ধতি ও পানি বিশুদ্ধকরণ ফিল্টার নিয়ে বিশদ আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিসিএসআইআর চীফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সি গার্ডেনার মোঃ মাজেদুর রহমান, সায়েন্টিফিক অফিসার আসাদ উল্যাহ আসাদ, সায়েন্টিফিক অফিসার মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ মোতালেব, জুনিয়র টেকনিশিয়ান তপন চন্দ্র মল্লিক, সায়েন্টিফিক অফিসার নিগার সুলতানা পিংকি, আতাউর রহমান, ফরহাদ হোসেন, আব্দুস শাহিদ, ইসমাইল হোসেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেষ চন্দ্র লোধ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দৌলতের রহমান, রামগঞ্জ থানার এস আই অলি উল্যাহ প্রমূখ।
উল্লেখ্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাধিত সামগ্রী প্রদর্শন করে।