আতোয়ার রহমান মনির, ১৪ ডিসেম্বর:
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ হয়েছেন এসিআই কোম্পানির সেলস ম্যানেজার রবি তালুকার (৩৮)। সোমবার বিকালে রামগতির চর আলেকজান্ডার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে রামগতির মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে ডুবে যায় একটি ট্রলার। এসময় ট্রলারের অন্য সব যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও এসিআই কোম্পানীতে কর্মরত রবি তালুকদার নিখোঁজ রয়েছেন।
রামগতি থানার ওসি মো সোলেমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রলার ডুবিতে নিখোঁজ আর কেউ আছে কিনা তা তদন্ত চলছে। এছাড়া নিখোঁজ এসি আই কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চলছে।