আতোয়ার রহমান মনির, ১৫ ডিসেম্বর:
লক্ষ্মীপুরের রায়পুর ৮শত (আটশত) পিস ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে রায়পুর পৌর শহরের নুপুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, আটককৃতরা হলো ফেনী এলাকার শাহাদাত হোসেন সবুজ (৩৫), মানিকগঞ্জ এলাকার মোঃ সাইদুর রহমান তারেক (৩১) ও চাদঁপুর ফরিদগঞ্জ উপজেলার সানজিদা আক্তার রিয়া ওরফে কথা।
তারা সবাই মাদককারবারী। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।
রায়পুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল জানান, তার নেতৃত্বে অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে আটক করা হয়। মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।