ফয়সাল কবির, ২৬ ডিসেম্বর: ”স্বপ্ন দেখি – স্বপ্ন দেখাই” এই স্লোগানকে সামনে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার ২৬ ডিসেম্বর ১১ ঘটিকায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড দোনা গাজী বাড়ীর মসজিদ প্রাঙ্গনে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন সংগঠন এর উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
নাসির আহমেদ গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপিলাতলি কে.এস. পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসনাত সুমন পাটোয়ারী।
এছাড়া বিশিষ্ট সমাজ সেবক হাফিজ উল্লা,জাফর চৌধুরী,আক্তার চৌধুরী, মঞ্জুরুল কবির বিএসসি, মাওলানা পিরোজ শাহ্,নাসির বাদশাহ, স্বপন মৃধা, তুহিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর কার্যক্রমে উৎসাহ প্রদান করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমে তাদের সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
পরে রায়পুর ও রামগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ স্পিনা রানী প্রামানিক কর্তৃক রায়পুরের কার্যালয়ের সামনে স্থাপিত “উষ্ণতার দেয়াল” শীতবস্ত্র পৌঁছে দেওয়ার হয়। তখন সেখানে উপস্তিত ছিলেন এ এস আই মোঃ সহিদুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর প্রধান পরিচালক ফয়েজ গাজী, পরাণ গাজী, সদস্য নজরুল গাজী, টিপু গাজী, ফাহাদ হোসেন,সামির, নাঈম, হিমেল, শাওন, সজীব, আরিফ, জুবায়ের, শোভন, তারেক, সৌরভ, রবিউল প্রমুখ।
স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রবাসী হান্নান গাজীর সাথে মুঠো ফোনে আলাপ করা হলে তিনি বলেন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন যে কোন দুর্যোগে মানুষের পাশে ছিল,পাশে থাকবে। তিনি আরো বলেন যেই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি তার বাস্তবায়ন করার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।