মাহমুদ ফারুক, ৩১ ডিসেম্বর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দীর্ঘ নাটকের অবসান শেষে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত পৌর আওয়ামীলীগের প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু ও জাতীয়পার্টি সমর্থিত হাজী মোঃ মহসিন তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধশতাধীক কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহেরের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য দলীয় প্রার্থী নির্বাচন করতে গত ১৭ নভেম্বর রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগ তৃণমূলে গোপন ভোটের আয়োজন করে। ভোটে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ ৪৯, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আবুল খায়ের পাটোয়ারী ১৫ ও সহ-সভাপতি মোঃ আকবর হোসেন ৯ ভোট পান।
তৃণমূলের ভোটধীকার প্রয়োগ সংক্রান্ত কাগজপত্র কেন্দ্রীয় আওয়ামীলীগের দফতরে প্রেরণ করা হলে গত ২৭ ডিসেম্বর দলীয় হাই কমান্ড বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান মেয়র আবুল খায়ের পাটোয়ারীকে দলীয় মনোনয়ন প্রদান করলেও সাবেক মেয়র বেলাল আহম্মেদ ও তার সমর্থিত নেতাকর্মীরা নির্বাচনের মাঠে থাকার জন্য অনড় থাকেন।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে বিভেদ দেখা দিলে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন আজ বৃহস্পতিবার ঢাকা থেকে ছুটে আসেন নিজ এলাকায়। দিনব্যাপি বৈঠক শেষে সাবেক মেয়র বেলাল আহম্মেদ আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় মনোননয় পত্র জমা দেন পৌর আওয়ামীলীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।