
দুলাল মিয়ার এ দুঃসময়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের পক্ষ থেকে নেয়া হয় মানবিক উদ্যেগ। তারই অংশ হিসাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশ বিদেশের মানবিক ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে কেনা হয় ব্যাটারীচালিত নতুন অটোরিক্সা। এছাড়াও আগের ক্রয়কৃত চুরি হওয়া রিক্সার বাকী টাকা পরিশোধেও নেয়া হয় ব্যবস্থা।
নতুন বছরের প্রথমদিনেই দুলাল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে অটোরিক্সাটি হস্তান্তর করা হয়। রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১১টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাক্মা ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন দুলাল মিয়ার কাছে অটোরিক্সার চাবি তুলে দেন।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব হস্তান্তরকৃত অটোরিক্সাটি বিক্রয় নিষিদ্ধসহ দুলাল মিয়া আগামী ১ বছর নির্বাহী সদস্য রবিউল ইসলাম রাজনের নিকট প্রতিদিন ১শ টাকা করে জমা প্রদান করবেন। ১বছর পর জমাকৃত টাকা ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে ব্যয় করা হবে বলে জানান ক্লাবের কর্মকর্তারা।
সংগঠনের সভাপতি ও সাংবাদিক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহীদ হাসান পাবেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রামস্থ খাদেম সূ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ গোলাম রহমান রিফাত, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন সভাপতি রিয়াজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, রামগঞ্জ উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সাধারণ ডাক্তার আরমান খাঁন জয়, রবিউল ইসলাম রাজন, কোষাধ্যক্ষ রায়হানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ আলম শাহীন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এম আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমরান হোসেন, শাহনেওয়াজ মিশু, আরাফাত হোসেন রাজন, মেহেদী হাসান পাবেল, রাজিব আহম্মেদ, ইয়াছিন আরাফাত রাব্বী, মোঃ শুভ, ইমাম মেহেদী শুভ, তানভির হোসেন, ইকবাল হোসেন বাবু, তামজিদ হোসেন রুবেল, মোঃ গোলাম মর্তুজা মামুনসহ সংগঠনের সদস্যবৃন্দ।