লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আতোয়ার রহমান মনির, ২ জানুয়ারী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম, পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ।
অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভার পূর্বে সংক্ষিপ্ত র্যালি, বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।