রায়হানুর রহমান, ৩ জানুয়ারী: রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন তরুন ব্লাড ফাউন্ডেশনের উদ্যেগে শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে শহরস্থ জনতা ইউনিটি টাওয়ারের অফিস কক্ষে কম্বল বিতরণ করেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
সংগঠনের সভাপতি ফাহিম মাহমুদ সবুজের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেডিকা স্পেশালাইজড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক আবদুল্লাহ আল মাঈদ, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক ও তরুন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক পারভেজ আটিয়া, সাংগঠনিক সম্পাদক ওমর অপু, অর্থ সম্পাদক আনিসুর রহমান ভূইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, রুবেল আকন্দসহ সংগঠনের সদস্যবৃন্দ।