ইয়াছিন আরাফাত রাব্বি, ৫ জানুয়ারী: জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা সোনাপুর বাজারের শাহাদাৎ এন্ড ব্রাদার্সকে ৭ হাজার টাকা ও মেসার্স বলরাম বনিক এন্ড সন্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে সোনাপুর বাজারের অধিকাংশ ব্যবসায়িরা তাদের প্রতিষ্ঠানে তালা দিয়ে গা-ঢাকা দেয়ায় শুধুমাত্র দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, পণ্য প্রক্রিয়াজাতকরণে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক মোড়ক ব্যবহার আইন ২০১০ এর আলোকে প্লাষ্টিকের ব্যাগ বা বস্তা ব্যবহার করায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।