মাহমুদ ফারুক, ৫ জানুয়ারী: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের আলীপুর টেক নামকস্থানে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত যুবলীগ কর্মী মোঃ আল আমিন রকি (২৮) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয় বলে জানান, তার বড় ভাই জামাল হোসেন।
নিহত আল আমিন রকি উপজেলার ৭নম্বর দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর মৃত আবু ইউছুফ মিস্ত্রির সেঝ ছেলে।
নিহত রকির বড় ভাই ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ৯টায় আলীপুর ব্রীজ ও আলীপুর বাজারের মধ্যেবর্তি সড়কের আলীপুর টেক এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী রকি মোটরসাইকেলযোগে রামগঞ্জে আসার পথে একটি মালবাহি পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন দূর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে এসে রকিকে মারাত্মক আহতবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
এছাড়া স্থানীয় লোকজন জানান, আলীপুর ব্রীজ ও আলীপুর বাজারের মধ্যবর্তি স্থানে সড়কের (আলীপুর টেক) দুই পাশে স্থানীয় লোকজন মওসূমী ফসল লাউ-সীম ও কলাগাছ রোপণ করার কারনে সড়কের দুই প্রান্ত থেকে কোন গাড়ী চলাচল করলে বিপরিত দিক থেকে আসা কোন গাড়ী তা চালকই বুঝতে পারেন না। ফলে প্রায় দূর্ঘটনায় পতিত হয়ে জীবনহানি হচ্ছে। এছাড়া ঝোঁপজঙ্গলের কারনেও সড়কটি নির্জন থাকে। দ্রুত সড়কের দুই পাশের জঙ্গল পরিস্কার করা জরুরী।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাসসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ মালবাহি পিকআপ ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।