আতোয়ার রহমান মনির, ৭ জানুয়ারী: লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ’র সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কালেক্টরেট ভবন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শাহীদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক এম এ মালেক, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
নবাগত জেলা প্রসাশক জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে বৈশ^য়িক মহামারী করোনা নিয়ন্ত্রণ, জেলার প্রধান সমস্যা মেঘনার ভাঙ্গন, মাদক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, রহমতখালী খাল দখল ও দূষণ, আইনশৃংখলা, সার্বিক উন্নয়ন ও সম্ভাবনার ওপর বিষদ আলোচনা করেন। পরে তিনি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন।