আতোয়ার রহমান মনির, ৮ জানুয়ারী:
লক্ষ্মীপুরে টেন্ডার ছাড়াই নানান প্রজাতির অর্ধকোটি টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বিনা টেন্ডারে চর রমিজ ইউনিয়নের চৌমুহনী-শিলকুপ সড়কের অর্ধ কোটি টাকার গাছ কেটে লুটে নেয়ার ঘটনায় বিচার দাবী করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।
তারা জানান, রামগতির উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌমুহনী-শিলকুপ সড়কের ২ কিলোমিটার এলাকা জুড়ে দুপাশের সরকারী গাছ কোন প্রকার টেন্ডার ছাড়াই গাছ কেটে নিচ্ছেন এলাকার প্রভাবশালী গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
গিয়াস উদ্দিন জানান, রামগতি উপজেলা নির্বাহী অফিসার তাকে মৌখিক অনুমতি দেয়ায় গাছগুলো কাটছেন।
যদিও বিষয়টি রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন জানান, বিষয়টি সম্পর্কে আগে তিনি অবগত ছিলেন না। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।