তাবারাক হোসেন আজাদ, ৯ জানুয়ারী: লক্ষ্মীপুরের রায়পুরে নতুন মাদ্রাসার ভবন উদ্বোধন এবং শিক্ষার্থীদের বই বিতরন, ছবক ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার উপজেলা চর মোহনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মা আরিফুল কোরআন মাদ্রাসার নববর্ষের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। এতে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেওয়া হয়।
এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আলম পরানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলম চৌধুরী, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, বাবুর হাট ব্লাড ফাউন্ডেশনের পরিচালক জালাউদ্দিন রানা, আনোয়ার হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।