মাহমুদ ফারুক, ১১ জানুয়ারী:
তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী। প্রার্থী যাছাই বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধের পর পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৬৮ জন।
বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন চৌধুরী বাচ্চু, জাতীয়পাটি হাজী মোহাম্মদ মহসিন ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনিত জাকির হোসেনসহ ১জন করে প্রার্থী রয়েছে। আজ রবিবার প্রতীক বরাদ্ধ দেয়ার পর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সর্ব্বোচ্ছ ৮নম্বর ওয়ার্ড টামটা থেকে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১-২-৩ নম্বর ওয়ার্ডে ৪জন, ৪-৫-৬ নম্বর ওয়ার্ডে ৫জন, ৭-৮-৯ নম্বর ওয়ার্ডে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর সোনাপুর ওয়ার্ডে ৬জন, ২ নম্বর বাঁশঘর ওয়ার্ডে ৮জন, ৩নম্বর রতনপুর ওয়ার্ডে ৩জন, ৪ নম্বর কলচমা ওয়ার্ডে ৪জন, ৫ নম্বর সাতারপাড়া ও নন্দনপুর ওয়ার্ডে ৪জন, ৬নম্বর কাজীরখীল ওয়ার্ডে ৪ জন, ৭ নম্বর শ্রীপুর-পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ৮জন, ৮নম্বর টামটা ওয়ার্ডে ১২জন ও ৯ নম্বর আঙ্গারপাড়া ওয়ার্ডে ৭জন প্রার্থীসহ ৬৮ কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।
এদিকে রামগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি পরিবারে আপন দুই ভাই, স্বামী-স্ত্রী, বাবা-মেয়ে, মা-ছেলে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করবেন। তারা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী। এ নিয়ে স্থানীয় ভোটারদের কৌতূহলের সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর ও রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে এ পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১জন প্রার্থী ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৬০জন কাউন্সিলর প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও মো. ফয়সাল আপন ভাই। ৭ নম্বর ওয়ার্ডে মো. মেহেদী হাসান (বড়) ও কামরুল হাসান (ছোট) দু’ভাই। দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইব্রাহীম মজুমদার এবং তার মেয়ে ফারজানা মজুমদার জনি সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন এবং তার মা জাহান আরা বেগম সংরক্ষিত ৭, ৮ ও ৯ ওয়ার্ডের প্রার্থী।
এ প্রসঙ্গে স্থানীয় ভোটাররা জানান, দুই ভাই, স্বামী-স্ত্রী, বাবা-মেয়ে, মা-ছেলে প্রার্থী হওয়ায় স্থানীয়ভাবে কৌতুহল দেখা দিয়েছে। তারা যখন প্রচার-প্রচারণা শুরু করবেন তখন বিষয়টি আরো আলোচনায় রুপ দিবে।
রামগঞ্জ রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রার্থীদের যাচাই-বাছাই শেষ হয়েছে গতকাল শনিবার ১০ জানুয়ারী। আজ রবিবার ১১ জানুয়ারী উল্লেখিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সুষ্ঠভাবে নির্বাচনের জন্য নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট সকলেই কাজ করে যাচ্ছি।