আনিস কবির, ১৮ জানুয়ারী:
লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপরে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় তারা। তবে হত্যার পর মৃতদেহ রাস্তার পাশে ঝুলিয়ে রাখা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত তিন দিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে ভোরে বাড়ি ফিরছিলেন শ্রমিক কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা না আত্মহত্যা এখনি সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।