রেদোয়ান সালেহীন নাঈম, ১৯ জানুয়ারী: সংশপ্তক এসোসিয়েশন রামগঞ্জের উদ্যেগে শারিরীক প্রতিবন্ধী ও প্রচেষ্টা পাঠশালায় অধ্যায়নরত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে রামগঞ্জ শিশুপার্ক প্রাঙ্গণে সংশপ্তক এসোসিয়েশনের অর্থায়নে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে গরম জামা, উপজেলাব্যপি হুইল চেয়ার ও কমেড চেয়ার বিতরণের অংশ হিসাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংশপ্তক এসোসিয়েশনের পক্ষে ইমাম হোসেন স্বপনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার হুইল চেয়ার ও গরম জামা সুবিধাবঞ্চিতদের হাতে তুলে দেন।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক মাহমুদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন প্রমূখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।