মাহমুদ ফারুক, ২৭ জানুয়ারী: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর গাড়ীতে হামলা চালিয়ে গাড়ীর জানালার কাঁচ ভাংচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। হামলাকারীরা তার ব্যবহৃত প্রাডো গাড়িতে গাড়ি লক্ষ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় আজ বুধবার বিকালে রামগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনে। হামলায় গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে যাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের কারনে এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টুসহ কয়েকজন আহত হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর প্রচারনায় অংশগ্রহণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য তছলিম হোসেন, মনির হোসেন মাস্টারসহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রামগঞ্জ থেকে ভাটরা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
তাদের বহনকারী গাড়ি মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনে পৌঁছলে কয়েকজন মোটরসাইকেল আরোহী দূর্বৃত্ত গাড়ির গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু বলেন, রাতের আঁধারে কে বা কারা আমার গাড়িতে হামলা করেছে তা দেখতে পাইনি। ইটের আঘাতে আমার গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতির উপর হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা হয়েছে। হামলারকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।