শনিবার রামগঞ্জ পৌরসভার নির্বাচনে লড়ছেন ৪ মেয়র প্রার্থীসহ ৬৭ কাউন্সিলর প্রার্থী
মাহমুদ ফারুক, ২৮ জানুয়ারী: আগামী শনিবার (৩০ জানুয়ারী) জেলার রামগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে চলবে ভোট গ্রহন।
তবে এ নির্বাচনে ইভিএম’এ কোন ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু তাহের। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কি ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি না হয়ে বলেন, আমি এ মূহুর্তে মোবাইলে কোন তথ্য দিতে পারবোনা। আমি নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি।
উল্লেখ্য লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ধানেরশীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয়পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখার প্রার্থী হিসাবে রয়েছেন আলহাজ¦ মোঃ জাকির হোসেন দেওয়ান।
এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১ নম্বর সোনাপুর ২ নম্বর বাঁশঘর-মধুপুর ও ৩ নম্বর রতনপুর-আউগানখীল ওয়ার্ডে ৪জন, ৪ নম্বর কলচমা ৫ নম্বর সাতারপাড়া-নন্দনপুর ৬ নম্বর ওয়ার্ড কাজিরখীলে ৫ জন, ৭নম্বর আঙ্গারপাড়া ৮নম্বর টামটা ৯ নম্বর শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড সোনাপুর ৬জন, ২ নম্বর ওয়ার্ড বাঁশঘর ৭জন, ৩ নম্বর ওয়ার্ড রতনপুর-আউগানখীল ৫জন, ৪ নম্বর ওয়ার্ড কলচমা ৩জন, ৫ নম্বর ওয়ার্ড নন্দনপুর-সাতারপাড়া ৪জন, ৬ নম্বর ওয়ার্ড কাজিরখীল ৪ জন, ৭নম্বর ওয়ার্ড আঙ্গারপাড়া ৮জন, ৮ নম্বর ওয়ার্ড টামটা ১২জন ও ৯ নম্বর ওয়ার্ড শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ৭জনসহ ৬৭জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
আওয়ামীলীগ প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী জানান, আমি গত ৫বছর মেয়র হিসাবে পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। অবশ্যই রামগঞ্জ পৌরসভার ভোটারগণ আমাকে আমার কাজের মূল্যায়ন করবেন।
বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু জানান, এখন ভোট জ¦ীন ভুতে দেয়। মৃত মানুষও ভোট দেয়ার নজীর রয়েছে। অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানিয়ে তিনি আরো বলেন, সাধারণ মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে বুঝা যাবে কার কতটা জনপ্রিয়তা।
জাতীয়পার্টির হাজী মোঃ মহসিন জানান, লাঙ্গল হলো বাংলাদেশের মঙ্গল। হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে বাংলাদেশের যে উন্নতি সাধিত হয়েছে তা অন্য কোন দলের সময়ে হয়নি। আমি উন্নয়নে বিশ^াসী। হুসেইন মুহাম্মদ এরশাদের ৬৮হাজার গ্রাম বাংলাদেশে বাঁচাতে তিনি লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ¦ মোঃ জাকির হোসেন দেওয়ান জানান, একটি আধুনিক ও ইসলামী দেশ গড়ার লক্ষে মানুষের উচিৎ হাতপাখায় ভোট দেয়া। মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সোনার বাংলা গড়তে একটি ইসলামী দলকে ভোট দেয়া সকলের দায়িত্ব।
রামগঞ্জ পৌরসভা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর রামগঞ্জ পৌরসভাটি ১৯৯১ইং সনের ৩০ নভেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় সাংসদ মরহুম জিয়াউল হক জিয়া প্রতিষ্ঠা করেন। পরবর্তি সময়ে গ’ শ্রেণীর রামগঞ্জ পৌরসভাটি ক’ শ্রেণীতেও উন্নীত করেন তিনি। রামগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬৪১৯জন। মহিলা ভোটার সংখ্যা ১৭৯৩৭ ও পুরুষ ভোটার ১৮৪৮২জন।