মাহমুদ ফারুক, ২৯ জানুয়ারী: রাত পোহালেই ভোট শুরু লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায়। আগামীকাল ৩০ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে চলবে ভোট গ্রহণ।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত ধানেরশীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে আলহাজ¦ মোঃ জাকির হোসেন দেওয়ান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন।
নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্পিনা রানী প্রামানিক ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন আহম্মেদ জানান, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসাবে আজ শুক্রবার বিকাল থেকে ব্যালট বাক্স কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এ নির্বাচনে কোন কেন্দ্রে ইভিএমে হবেনা বলেও তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন। রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান আজ শুক্রবার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ৫শতাধীক র্যাব, পুলিশ ও আনসার বিডিপি সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রের জন্য প্রায় ২০জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ জানান, নির্বাচনে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা মেনে নেয়া হবে না।