মাজেদ হোসেন, ৬ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি দলীয় মনোনিত প্রার্থী এ.বি.এম জিলানি। শনিবার দুপুরে শহরের তার নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের অনেক সময় এখনো বাকি। অথছ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর নেতা কর্মীরা বিএনপির নির্বাচনী গনসংযোগে বাধা দিচ্ছেন। বিএনপি দলীয় নেতাকর্মীরা আতংকে রয়েছেন। পাশাপাশি প্রশাসনের নিরব ভূমিকায় পুলিশি হয়রানির ভয় করছেন বিএনপি দলীয় এ প্রার্থী। তিনি এসময় নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠ নির্বাচনে প্রত্যাশায় সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মমদ বাহাদুর, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও ভিপি নজরুল ইসলাম লিটন, যুবদল নেতা এমরান হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আলম মোল্লা প্রমূখ।
সাবেক মেয়র এবিএম জিলানি আরও বলেন, দীর্ঘ ১২ বছর মেয়র ছিলাম। পৌরবাসীকে নিজের পরিবারে মতো মনে করে কাজ করেছি। গত পৌর নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়েছিল কিন্ত জনগনের সে আমানত ডাকাতি হয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেয়ায় সন্মান রক্ষার্থে দলের নেতাকর্মীদের নিয়ে একযোগে কাজ করবো ইনশাল্লাহ।
উল্লেখ্য,আগামী ২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।