মাহমুদ ফারুক, ৭ ফেব্রুয়ারি:
লক্ষ্মীপুরে ১ম ধাপে বিভিন্ন পেশার সম্মুখযোদ্ধা ত্রিশহাজার জনকে করোনা ভাইরাসের টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে। রবিবার স্বাস্থ্য বিভাগের উদ্যেগে একযোগে জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ১১টি বুথে এ কার্যক্রম শুরু হয়। ১ম দিনে ২২০০ জনকে টিকা দেয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষ্যে জেলা সদর হাসপাতালে করোনার টিকা নেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
এদিকে রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
এসময় তিনি জনগণকে উদ্যেশ্য করে বলেন, অনেকেই করোনার টিকা নিয়েছেন তাদের কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিয়ে করোনাকে জয় করার আহবান জানান এ সাংসদ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান শুভ, কামরুল হাসান ফয়সাল মাল, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, জাহীদ হোসেন ভূইয়া প্রমূখ।