আমানত উল্যাহ, ১১ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজুর বিরুদ্ধে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীর ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ-হুমকি-ধমকি ও বহিরাগত লোকদের অনুপ্রবেশের অভিযোগ এনে মানববন্ধন করেছে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আলমগীর হোসেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পৌর আলেকজান্ডার রামগতি উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মেয়র প্রার্থী আলমগীর হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা তফসিল ঘোষনার পর থেকেই জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি ধমকি দিয়ে আসছে। সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ, ভোটের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি ও বহিরাগত লোকজনের আনাগোনায় রামগতি পৌরসভার নির্বাচনী এলাকার ভোটারসহ সাধারণ মানুষের মাঝেও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা বলে মানববন্ধনে জানানো হয়। মানববন্ধন থেকে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান লাঙ্গল প্রতীকের এই মেয়র প্রার্থী।
তবে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু মানববন্ধন ও জাতীয় পার্টির প্রার্থীর বক্তব্যের তীব্র বিরোধীতা করে জানান, রামগতি পৌরসভা নির্বাচনে সকল দলের প্রার্থীরা নির্বিঘেœ প্রচারনা ও কার্যক্রম চালাচ্ছে। কোন প্রার্থীর কর্মী ও সমর্থকদের হয়রানি বা কোন ধরনের হুমকি ধমকির ঘটনা আমার জানা নেই।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি রবিবার লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।