মাজেদ হোসেন, ১১ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুরে ফ্রান্স প্রবাসী আতাউর রহমান ঝুটনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
এঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর-তিনটা থেকে ঘন্টাব্যাপী রায়পুর-হায়দারগঞ্জ সড়কের ফজু মোল্লার স্টেশন নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে ঝুটনের স্বজনসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ গ্রামবাসী অংশ নেয়।
এসময় বক্তারা জানিয়েছেন, ঝুটন এলাকায় সজ্জন হিসেবে পরিচিত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, উপজেলার দক্ষিন চর আবাবিল ইউনিয়নের দক্ষিন গাইয়ারচর গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কামালের বাড়ির সীমানা প্রাচীরের ভিতর থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসী আতাউর রহমান ঝুটনের মরদেহ দেখতে পায় লোকজন।
তিনি পাশের উদমারা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বোন হ্যাপী বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেপ্তার করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য তাজুল ইসলাম, মো. জাফর, যুবলীগ নেতা সিদ্দিক সর্দার, সৈয়দ আহমেদ চৌধুরী, নিহতের আত্মীয় আবদুল মালেক, মো. লিটন, হ্যাপী আক্তার, লিপি বেগম ও রুবি আক্তারসহ অনেকে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।