মাহমুদ ফারুক, ২০ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একাডেমীতে ৬ষ্ঠ থেকে এইচএসসি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান আজ শনিবার সকাল ১১টায় একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়াল ডিসএবল্ড (সুইড) বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল কাইয়ুম, বিডিএল গ্রুফের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নুর হোসেন মানিক, শিশু চিকিৎসক ও সুইড বাংলাদেশের মহাসচিব ডাঃ অজান্তা রানী সাহা, সেন্টাল ফার্মাসিউটিক্যালস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মনছুর আহম্মদ ও কনভেয়র গ্রুপের চেয়ারম্যান ডাঃ কবির আহম্মদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমীর অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ।