মাহমুদ ফারুক, ২২ ফেব্রুয়ারি: লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ৮ নম্বর করপাড়া ইউনিয়ন ডুমুরিয়া গ্রামের রবিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সংগঠিত আগুনে মূল্যবান মালামালসহ ১৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে প্রায় ২০ লক্ষধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী করেন বাড়ীর লোকজন ও ক্ষতিগ্রস্থরা। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।
বাড়ীর লোকজন ও স্থানীয় সুত্রে জানায়, করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া মসজিদ বাড়িতে প্রায় ২০টি বসতঘরে বিদ্যুতের সংযোগ দেয়া হ। পিলার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি বসতঘর ও সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজ সকালে রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে শুকনো খাবার (চাল-ডাল-তেল-চিড়া-চিনি-নুডুলস) ও নগদ টাকা এবং কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা তৈরি করা হয়।
এসময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, উপ সহকারী প্রকৌশলী জুয়েল রানা, সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খাঁনের বিশেষ প্রতিনিধি বেলাল আহম্মেদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষ হলে বলতে পারবো কিভাবে বা কোন ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে তিনি এসময় জানান, উক্ত বাড়ীর অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারমান মজিবুল হক মজিব জানান, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই রামগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামের লোকজনদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। কিন্তু বিদ্যুতের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।