আবু তাহের, ২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২৮ তারিখ মরন কামড় দিয়ে হলেও নৌকা উপহার দিবে যুবলীগ। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলেই তরুন এ মেয়র নির্বাচিত হয়ে শেখ হাসিনার উন্নয়ন করতে পারবে। প্রতিদ্ধন্ধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্রে মেতেছে। দেশ রক্ষায় এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। রাষ্ট্র্রনায়ক শেখ হাসিনার পথকে বেছে নিতে হবে। রায়পুর মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। তাহলেই তরুন মেয়র প্রার্থী ছাত্র নেতা রুবেল ভাট স¤্রাট উপাধি পাবেন।
আজ বুধবার বিকেলে সাংগঠনিক সফরে লক্ষ্মীপুর জেলা যুবলীগের আয়োজনে রায়পুর পৌরসভা নির্বাচন উপলক্ষে রায়পুর বাসটার্মিনালে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, আমাদের শত্রু আমরা নিজেরাই। আমাদের কারনেই নৌকা হেরে যায়। বঙ্গবন্ধুর আদর্শ যদি লালন করি দেশের মানুষ কষ্টে থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নৃশংসভাবে হত্যা করার পরও তিনি মানুষে কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সে জন্যই তিনি মানবতার জননী উপাধি পেয়েছেন।
লক্ষ্মীপুর জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, হাবিবুর রহমান পবন, মন্জুর আলম শাহীন, মোয়াজ্জেম হোসেন, কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ, এডভোকেট মুক্তার হোসেন, সামছুল ইসলাম পাটোয়ারী ও রায়পুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র হাজি ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমূখ।