মাজেদ হোসেন, ২৭ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণকারী আবুল হোসেনকে হুমকি দিয়ে পানির বোতল নিক্ষেপ করায় তার সমর্থিত নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ করেছেন। ঘন্টাব্যাপি এ বিক্ষোভে নিরপেক্ষ নির্বাচন ও দোষীদের গ্রেফতার দাবীতে এসময় নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
আওয়ামীলীগ নেতা কাজি জামশেদ কবির বাকি বিল্লাহর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে থানার সামনে জড়ো হয়। আজ শনিবার বিকালে রায়পুর মীরগঞ্জ সড়কে প্রার্থীর কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন বাদি হয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন (পাঞ্জাবি প্রতীক) জানান, দুপুরে তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় রিয়াজ মুন্সি (টেবিল ল্যাম্প) ও যুবলীগ নেতা মামুনসহ অজ্ঞাত ৭/৮ জনের লোক এসে তার প্রার্থীতা প্রত্যাহার করতে হুমকি দিয়ে পানির বোতল নিক্ষেপ করে।
এসময় তাকে রায়পুর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে চলে যায়। সৃষ্ট ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বিষয়টি অবহিত করেন তিনি। এ ঘটনার খবর পেয়ে আবুল হোসেন (পাঞ্জাবি প্রতীক) সমর্থিত কয়েক’শ নেতাকর্মী জড়ো হয়ে রায়পুর পৌর শহরে বিক্ষোভ করে।
আব্দুল কাদের রিয়াজ বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের নেতা।
এ ঘটনায় শহরের বিভিন্ন পয়েন্টে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধার পরপরই জনমানব শূন্য হয়ে গেছে রাস্তাঘাট। যান চলাচল নেই বললেই চলে।
এ ব্যপারে আবুল হোসেন বলেন, কোনো রকম উস্কানি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিনি প্রতিদিনের মতো আজ বিকালে প্রচারনা শেষ করে তার কার্যালয়ে অবস্থান করছিলেন। শনিবার বিকালে হঠাৎ করে কাউন্সিলর আবদুল কাদের রিয়াজ তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে তাঁর বাড়ীতে এসে হুমকি দিয়ে যান। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের রিয়াজ বলেন, পৌরসভা বিএনপি নেতা আবুল হোসেন মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি চড়াচ্ছেন। আমি কিছুই জানিনা। আমাকে বসিয়ে দেয়ার জন্য পৌর আওয়ামীলীগের আহবায়কসহ কয়েকজন আওয়ামীলীগ নেতা আবুল হোসেনকে সহযোগিতা করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট ও তাঁর ক্লিন ইমেজ ক্ষুন্ন করার জন্য গুজব ছড়ানো হচ্ছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল জলিল বলেন, পরিস্থিতি শান্ত আছে। অজ্ঞাতদের আসামি করে কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন সাধারণ ডায়েরি করেছেন। দুই প্রার্থীকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতাদের জানানো হয়েছে।
আগামীকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।