রাকিব হোসেন আপ্র, ১ মার্চ: লক্ষ্মীপুরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী জেলা শহরের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
এছাড়াও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সমন্বয়ক ইসমাইল হোসেন, হাসিনা মমতাজ স্বর্ণা, ফারহানা আক্তার, সুরাইয়া আক্তারসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।