ইকবাল হোসেন বাবু, ৮ মার্চ: ৮মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা কান্তা নারী পুরুষ উন্নয়ন সংস্থার উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত সদস্যদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
রামগঞ্জ পৌর শহরের কান্তা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ লক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার প্রমূখ।