ইকবাল হোসেন বাবু, ৮ মার্চ: রামগঞ্জ উপজেলার ভাটরা হিরাপুর গ্রামের শনিবার ফ্রি-ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান । সমাজের অসহায় মানুষদের পাশে অতীতের মতো পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কার্যক্রমে সহযোগীতা করায় ডি এন্ড এইচ ব্লাড ডোনেশনের ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ড. আনোয়ার হোসেন খাঁনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকা করা হয়।
হিরাপুর আদর্শ ক্লাবের সভাপতি মাহবুব এর সভাপতিত্বে হিরাপুর আদর্শ ক্লাব ও ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যদের সার্বিক তত্বাবধানে হিরাপুর নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি-ডেন্টাল ক্যাম্প বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গোলাম কিবরিয়া, শিক্ষানুরাগী, সমাজসেবক কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা বিল্লাল হোসেন ভুলু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, ভাটরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান ভুট্টু, রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মাল, কাউন্সিলর মেহেদী হাসান শুভ, ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইয়াসিন আরাফাত ওয়াসিম, জীবন শেখসহ অনেকে।
অনুষ্ঠান শেষে পানিয়ালা ব্লাড ডোনার্স ক্লাব, আমাদের দুধরাজপুর, উত্তর দল্টা জুনিয়র ক্রীড়া সংঘ পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানকে সফল করতে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিএন্ডএইচ ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে অন্যতম উদ্যেক্তা মোঃ নান্টু শেখ। তিনি জানান, এত সুন্দর ও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যে সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মানবিক ব্যক্তিত্বের অধিকারী ড. আনোয়ার হোসেন খাঁনের সার্বিক সফলতা কামনা করেন তিনি।