রেদোয়ান সালেহীন নাঈম, ৮ মার্চ:
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, হাসিনা মমতাজ স্বর্ণা, ফারহানা আক্তার প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবম বিজ্ঞান শাখার মালিহা তাবাস্সুম অর্না ও তার দল।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৬টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।