ইকবাল হোসেন বাবু, ১০ মার্চ: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যাক্তিদের দিক নির্দেশনামূলক বক্তব্য ও জাতীয়ভাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ সকাল ১০টায় আলোচনা সভা, রাত ৯টায় সারাদেশে একযোগে ব্লাক আউট, ২৬ মার্চ সকালে ৩১ বার তোপধ্বনি, সোনাপুর বিজয় মিনারে পুষ্পার্ঘ অর্পণ, রামগঞ্জ সরকারী কলেজ মাঠে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, বিকাল ৩টায় রামগঞ্জ সরাকরী কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগীতা ও সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সূফি, সালেহ আহম্মেদ, মানিক মাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।