ইকবাল হোসেন বাবু/ রেদোয়ান সালেহীন নাঈম, ১১ মার্চ: “সবখানে সবার প্রয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক” এ শ্লোগানে আজ বৃহস্পতিবার (১১মার্চ) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার পদ্মাবাজারে চালু হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার।
ব্যাংক সংলগ্ন একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
এর আগে ভার্চূয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসাবে পদ্মাবাজারসহ বেশ কয়েকটি ব্যাংক ও এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন।
পদ্মা বাজার ব্যাবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমাকে ফুল দিয়ে বরন করেন পদ্মা বাজার এজেন্ট ব্যাংকের কর্ণধার ফয়েজ ইবনে আহম্মদ।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সোশ্যাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যাবস্থাপক ও এস এ ভি পি মোঃ মহি উদ্দিন, সহকারী প্রকৌশলী জুয়েল রানা, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও পদ্মা বাজার ব্যাবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আমিন বাবু।
ব্যাংক শাখার কর্মকর্তা রিয়াদুর রহমান ও রায়হানুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ মৈত্রি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শহিদুর রহমান ও দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান প্রমূখ।