ইকবাল হোসেন বাবু/ তামজিদ হোসেন রুবেল, ১৭ মার্চ: বাঙালী জাতীর অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলার ২নম্বর নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানার উদ্যেগে ও স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।
দিনব্যাপি অনুষ্ঠানের অংশ হিসাবে আনন্দর্যালি, আলোকসজ্জা, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।
জন্মশত বার্ষিকী উপলক্ষে সন্ধা ৭টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। স্বাধীনতার ৫০ বছর পরও একদল বিপথগামী হাইব্রীড ও অন্যদল থেকে আসা কতিপয় ব্যক্তি বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম নষ্ট করছে। ইতোমধ্যে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদের ব্যাপারে অবগত হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী মুজিবুল হক, খোকন পাটোয়ারী, মনির হোসেন, মিজানুর রহমান, নুর নবী (নবী মেম্বার), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, ছাত্র ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, কামরুল হোসেন, শিহাব ও শাকিল পাটোয়ারী প্রমূখ।