তানভির হোসেন, ১৭ মার্চ:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “আমার গ্রাম আমার শহর”শ্লোগানে লক্ষ্মীপুর জেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ২১ সেট মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রহমত উল্যাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটর মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।