তামজিদ হোসেন রুবেল, ২১ মার্চ:
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে ক্যাম্পিং ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে রামগঞ্জ পুলিশ বক্স চত্বর থেকে মাস্ক বিতরণ শুরু হয়ে পৌরসভার সামনে বঙ্গবন্ধু চত্বরে সচেতনতা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রামগঞ্জ থানার পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ ও রায়পুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র প্রমূখ।