মাহমুদ ফারুক, ২৬ মার্চ: মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় সোনাপুর চৌরাস্তা বিজয় মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিনটির সূচনা করা হয়।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্যাহ আস শামস।