আনিস কবির, ২ এপ্রিল:
লক্ষ্মীপুরে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ শুক্রবার বিকালে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় ১৫ জনকে একশ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিধান না করায় পথচারীসহ ১৫ জনকে জরিমানা করা হয়। লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।