আনিস কবির, ৪ এপ্রিল:
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রামণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘করোনা ভাইরাসে আতঙ্ক নয় দরকার সচেতনতা ও সতর্কতা’ এই বিষয়কে প্রতিপাদ্য করে লক্ষ্মীপুর জেলা পুলিশ মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরার জন্য নিয়মিত মাইকিং ও প্রচার-প্রচারণা করে যাচ্ছে। রবিবার বিকালে জেলা শহরে এবং থানা এলাকায় গুরুত্বপূর্ণ মোড় বা স্থান, হাটবাজার, বাস ও জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে। সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করেন।
পুলিশ সুপার ডা. এ এইচ এম কামরুজ্জামান জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে ১১ ধপা নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও নিয়মিত মাইকিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে প্রচারাভিযান চালিয়ে আসছেন। এছাড়াও করোনার ২য় ঢেউ মোকাবেলায় মানুষকে সুরক্ষিত রাখতে এসব কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।