রায়হানুর রহমান, ১৩ এপ্রিল: করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরনে দুধ, ডিম ও গোস্তের ৩টি ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রম আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সাজিয়া পারভীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
মোহাম্মদ আইয়ুব মিঞা রানা, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ যোবায়ের হোসেন, ডাক্তার মোঃ মহিউদ্দিন খাঁন তুহিন প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ জানান, জেলাবাসীকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে সুলভমূল্যে দুধ, ডিম ও মুরগীর মাংস ক্রয় করতে পারবেন। জনপ্রতি নির্ধারিত হারে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান এসব বিক্রয় কেন্দ্রগুলোর বাস্তবায়ন করবে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন।